প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
ফেনী জেলা সিভিল সার্জন জানান, ১৭ মে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ৬৯ টি। কারো শরীরে করোনা পাওয়া যায়নি সবার রির্পোট নেগেটিভ এসেছে। সিভাসু নমুনা পরীক্ষা করে ২৪ টি। সিভাসুও সবগুলো নেগেটিভ।
আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী, সেখানে নমুনা পরীক্ষা করে ২৯ টি। পজিটিভ ০০।নেগেটিভ ২৯। বিআইটিআইডি নমুনা পরীক্ষা করে ১৬ টি। পজিটিভ ০০। নেগেটিভ ১৬।
১৭ মে নতুন আক্রান্ত নেই। গত ১৬ মে নতুন আক্রান্ত ছিলো ৩১ জন। মোট আক্রান্ত ৬১ জন। সুস্থ হয়েছে ০৮ জন। মৃত ০২ জন। রেফার্ড ০৩ জন।
ফেনী সদর উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ২২ জন। ছাগলনাইয়া উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ জন। দাগনভূইয়া উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ০৯ জন। সোনাগাজী উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ০৬ জন। ফুলগাজী উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ০৪ জন। পরশুরাম উপজেলা মোট আক্রান্ত হয়েছে ০৪ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108