বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়; ৭ নম্বর বিপদ সংকেত

0
459

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

প্রকৃতি ও পরিবেশ বিভাগ

করোনা দুর্যোগের মধ্যেই নতুন শঙ্কা নিয়ে আসা ঘূর্ণিঝড় আমফান শক্তি সঞ্চয় করে রূপ নিয়েছে সুপার সাইক্লোনে। যা আগামী ১৯ মে মঙ্গলবার দিবাগত রাত নাগাদ আঘাত হানতে পারে বাংলাদেশের উপকূলে। শনিবারে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে এ ঘূর্ণিঝড়ে।

থাইল্যান্ড থেকে এটির নামকরণ করা হয়েছে আমফান। আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে, ঝড়টি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে আসছে উপকূলের দিকে। সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানতে পারে চট্টগ্রাম ও বরিশালের মাঝামাঝি উপকূলে। পূর্বাভাস আরও জানিয়েছে, ১৯ মে দিবাগত রাতে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে।

মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতিমধ্যে ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত উপকূল থেকে হাজারো কিলোমিটার দূরে অবস্থান করেছে ঘূর্ণিঝড়টি। করোনা ও আমফান একই সঙ্গে সরকার মোকাবেলা করতে সক্ষম বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এনামুর রহমান।

ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় এলাকায় সাড়ে সাত হাজার সাইক্লোন সেন্টার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রতি জেলাতে পাঠানো হয়েছে পর্যাপ্ত শুকনো খাবারও। স্থানীয় প্রশাসনকে করোনার ভয়াবহতা মাথায় রেখে বেশি সংখ্যক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108