ডেস্ক রির্পোটঃ
সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
করোনার কারণে বাংলাদেশের জনসাধারণের বড় একটা অংশই খাদ্য সংকটে ভুগছে। কতটুকু বা কয়জনের জন্য করা যাবে সে বিষয়কে ছাপিয়ে, যদি গুটিকয়েক খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানো যায় সে উদ্দেশ্যকে সামনে রেখেই বরিশাল এর কিছু তরুণী নিজ উদ্যোগে এগিয়ে আসে সকলের সামনে।
“করোনা মহামারীতে শুধুমাত্র সম্মিলিত প্রয়াসই পারে এ পরিস্থিতি মোকাবেলা করতে” এই চেতনা নিয়ে শুরু করে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষের মুখে একটু খানি হাসির জন্য এই পথ চলা। যারা সহচরী নামে পরিচিত।
গত ৫ই এপ্রিল ব্যক্তিগত উদ্যোগে টাকা উঠানো শুরু করে সহচরী। ৪ টি ধাপে অসহায় পরিবারকে সাহায্য করে তারা। ১ম ধাপে ৩৭ টি, ২য় ধাপে ২০ টি, ৩য় ধাপে ২৫ টি এবং ৪র্থ ধাপে ৪৩ টি পরিবারকে সাহায্য করতে সক্ষম হয় সহচরী।
এ বিষয়ে উদ্যোক্তাদের মধ্য থেকে কাজী সূচনা এফএম নিউজকে বলেন, “মানবিক মূল্যবোধ থেকে আমরা এগিয়ে এসেছি মানুষের পাশে। প্রথমে আমরা বান্ধবীরা নিজেদের টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ালেও আজ আমাদের পাশে অনেকে যুক্ত হয়েছেন, যাদের সহযোগিতায় আমরা এখন পর্যন্ত ১২৫ টি পরিবারকে নানাভাবে সাহায্য করতে পেরেছি।
তিনি আরও বলেন, “আমরা মূলত ঐসব মানুষদের পাশে দাঁড়াতে চাই, যারা মুখ ফুটে সাহায্য চাইতে পারেন না। আমরা চাই তাদের মুখেও হাসি ফুটুক। তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে“সামনে ঈদ, তাই সহচরী সবাইকে নিজ নিজ জায়গা থেকে তাঁদের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন। সহচরী আপনাদের সাহায্য অসহায় মানুষ দের কাছে পৌঁছে দেয়ার একটি সঠিক মাধ্যম মাত্র।
যোগাযোগঃ সহচরী (০১৭৩৫৮৭৯০৪৬, ০১৭০১৭৩৬১২৫, ০১৬৮৫৬৭৯৭২৩, ০১৭৩৬৩৬৬৬৬৭৪)
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108