কোভিড-১৯ ও ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম পুলিশ সুপারের কিছু নির্দেশনা

0
425

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত বিষয়গুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ সুপার। নিম্নে তা হুবহু তুলে ধরা হলোঃ

সম্মানিত চট্টগ্রামবাসী,

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা। পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। বৈশ্বিক করোনা মহামারীর কারনে উদ্ভুত পরিস্থিতিতে নাগরিক জীবনে নিরপত্তা বিধান ও শান্তি শৃ্ঙ্খলা অটুট রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে লিফলেটে বর্ণিত বিষয়গুলো মেনে চলার আহ্বান জানাচ্ছে।

*শবেকদর, জুম’আতুল বিদা ও ঈদ জামাতের সময় মসজিদে কার্পেট না বিছিয়ে নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিস্কার করা।

*মসজিদে প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করা।

*সকল নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাঁড়ানো।

*সকল নামাজের জামাতে আগত মুসল্লীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক ও হ্যান্ড গ্লোভস ইত্যাদি) পরিধান নিশ্চিত করা।

*শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ্য ব্যক্তি এবং অসুস্থ্যদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের সকল নামাজের জামাতে অংশগ্রহণ হতে বিরত রাখা।

*কোভিড-১৯ সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ঈদের নামাজের জামাত শেষে কোলাকুলি, পরস্পর করমর্দন থেকে বিরত থাকা।

*সাধারন ছুটি এবং চলাচল নিষেধাজ্ঞায় এক জেলা হতে অন্য জেলা এবং এক উপজেলা হতে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত থাকবে।

*জীবনের ঝুঁকি নিয়ে নৌকা বা ট্রলারে যাতায়াতের চেষ্টা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

*শপিংমলে প্রবেশ পথে ক্রেতাদের শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মাল স্ক্যানার ব্যবহার করা।

*ক্রেতা এবং বিক্রেতা সকলে মাস্ক পরিধান নিশ্চিত করা ও মার্কেটের প্রবেশ পথে অতিরিক্ত মাস্কের ব্যবস্থা রাখা।

*শপিংমলে সর্বসাধারণের ব্যবহার্য সুবিধাসমূহ (লকার, এলিভেটর বাটন, এস্কেলেটরের হাতল, বাথরুমের দরজার হাতল) নিয়মিত জীবানুমুক্ত করা।

*মার্কেট কমিটি কর্তৃক নিজস্ব নিরাপত্তা (বিশেষ করে স্বর্ণের দোকান), স্বেচ্ছাসেবক নিয়োগ ও বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা।

*গুরুত্বপূর্ণ মার্কেট/শপিং মলে সিকিউরিটি ডিভাইস (সিসিটিভি, হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে) এর ব্যবহার রাখা।

*মার্কেট/শপিং মল এলাকায় শিশুদের গমনাগমন নিরুৎসাহিত করা। * শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবানুমুক্ত করা।

*শপিংমল সমূহ আবশ্যিকভাবে বিকাল ০৪.০০ ঘটিকায় বন্ধ করা।

*সরকারি নিষেধাজ্ঞা অনুসারে বিনোদন কেন্দ্র সমূহ বন্ধ রাখা। পুলিশের সহায়তার জন্য লিফলেটে প্রদত্ত নম্বর সমূহে (কয়েকটি নম্বর) এবং জরুরী মুহুর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সেবার জন্য ৯৯৯ এ কল করতে অনুরোধ করা হচ্ছে।

জরুরী মোবাইল নম্বর সমূহ

পুলিশ সুপার, চট্টগ্রাম -০১৭১৩৩৭৩৬২৭, অতিঃপুলিশ সুপার (উত্তর) -০১৭১৩৩৭৩৬২৯, সহঃ পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) -০১৭১৩৩৭৩৬৩৭, অফিসার ইনচার্জ, মীরসরাই থানা -০১৭১৩৩৭৩৬৪৪, ইন্সপেক্টর (তদন্ত) -০১৮১৬৯৩৬৩৫৫, ইন্সপেক্টর (অপারেশন) -০১৭১১০৩০৯০৭, সেকেন্ড অফিসার -০১৮২৯৬৭৩৪৮৭

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108