ঈদ উপহার বিতরন শুরু করল ‘ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাব’

0
529

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

“আর কাউকেই ক্ষুধার যন্ত্রণায় বদ্ধঘরে বালিশ চাপা দিয়ে কাঁদতে হবে না” এই প্রত্যয় নিয়ে ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাব বিশ্বব্যাপী করোনার এই ক্রান্তিলগ্নে সমাজের সকল স্তরের ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এই বছরও অনাহারী মানুষের ঈদ আনন্দের বার্তা নিয়ে ১ম ধাপে ৪০ পরিবারের নিকট ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাবের “ঈদ উপহার” বিতরন সম্পন্ন।

১৯ মে (মঙ্গলবার) রাত ৯ টায় ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা “ঈদ উপহার” হাতে নিয়ে ছুটে গেছে অন্ধকার গলি থেকে গলিতে। আলোকিত করেছেন অসহায় ও নিম্নআয়ের মানুষের। হামিমুখে আবার কেউবা কাধোঁ কাধোঁ কন্ঠে আবার কেউবা মাথায় হাত ভুলিয়ে প্রকাশ করেছেন তাদের সন্তুষ্টি।

তরুণদের সমন্বয়ে গঠিত সামাজিক সংগঠন ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাবের এই মহতী উদ্যোগ সম্পর্কে “ইষ্ট খইয়াছড়া ফ্রেন্ডস ক্লাব” পরিবারের সভাপতি তানভীর হোসেন আসিফ ও সাধারণ সম্পাদক সাকলাইন মোস্তাক যথাক্রমে জানান- ভালবাসার দাবি নিয়ে অসংখ্য মানুষ আমাদের দিকে চেয়ে আছেন। কি নির্মম অসহায়ত্ব নিয়ে মানুষগুলো আমাদের কাছে আসেন।

আমরা এই পবিত্র মাসে মানুষগুলোর মুখে হাসি ফুটানোর শপথ নিয়েছি। আমরা তরুণ প্রজন্ম। সমাজের পরিবর্তনে আমরা বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় “ঈদ উপহার” প্রজেক্ট আমরা হাতে নিয়েছি রমজানের মাঝামাঝি সময়ে। অল্পকিছু দিনের ব্যবধানে আজ আমরা প্রজেক্টটি সফল ভাবে সম্পূর্ণ করেছি। আমাদের সীমাবদ্ধ ছিল আবার ইচ্ছে শক্তি ছিল। আমাদের বড় সীমাবদ্ধতা ছিল অর্থের। আমরা প্রথমত কৃতজ্ঞতা জানাই, প্রজেক্টটি সফল করতে যে সকল ব্যক্তি আমাদের সীমাবদ্ধ দূর করতে স্রষ্টাকে সন্তুষ্টির উদ্দেশ্য আন্তরিক ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন।

এ ছাড়াও, আন্তরিক ভালবাসা ও সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে কৃতজ্ঞতা জানান, ক্লাবের সাংঠনিক সম্পাদক নাহিদুল হাসান রাবিব, অর্থ সম্পাদক সিহাব উদ্দিন ইভান, সমাজ কল্যান সম্পাদক শাহারিয়ার সানভি, ক্রিড়া সম্পাদক ফয়সাল আবিদ, সদস্য: মোহাম্মদ মামুন, একরামুল হক সজিব, জয় চৌধুরী, মাঈন ইদ্দিন, মেহেদী হাসান সবুজ, শাহাদাত হোসেন, মোহাম্মদ রায়হান।

প্রসঙ্গত: ৪ এপ্রিল ২০১৬ সাল এক ঝাঁক তরুণ নিয়ে গঠিত এই সংগঠন। সূচনালগ্ন থেকে সমাজে বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, এলাকাবাসীদের জন্যে কবরস্থান নির্মাণে নিজ মাথায় মাটি কেটে সহযোগিতা, শীতকালীন কম্বল বিতরণ, ঈদের পোশাক উপহার, মাদক বিরুদ্ধ আন্দোলন, পরিষ্কার পরিছন্ন অভিযান সহ সমাজের অগ্রগতি এবং সুন্দর সমাজ নির্মাণের জন্যে কাজ করে আসছেন উক্ত সংগঠন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108