উপকূলবাসীকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার আহবান চট্টগ্রাম মেয়রের

0
488

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় “আম্ফান”র কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য চট্টগ্রাম মহানগর উপকূলীয় এলাকায় বসবাসকারীদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শেল্টার সেন্টারে আশ্রয় নেয়ার আহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি গতকাল ২০ মে বুধবার উপকূলীয় ওয়ার্ড এলাকা পতেঙ্গা সমুদ্র সৈকতে যান। তিনি সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী, রেডক্রিসেন্ট সদস্যদেরকে দুর্যোগময় পরিস্থিতিতে জনগণের পাশে থাকতে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেন। এসময় মাইকিং করে স্থানীয় উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে আসার আহবান জানান। সমুদ্র সৈকত থেকে মেয়র ৪১ নং দক্ষিণ পতেঙ্গা উচ্চ বিদ্যালয় সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান। সেখানে তিনি আশ্রয় নেয়া উপকূলবাসীদের মাঝে শুকনো খাবার , সুপেয় পানি, মোমবাতি,দিয়াশলাই বিতরণ করেন।

মেয়র বলেন, ঘূর্ণিঝড় ‘আম্ফান’র পূর্বাভাস পাওয়ার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোন ধরণের দুর্যোগময় পরিস্থিতিতে নগরবাসীকে সহযোগিতার জন্য দামপাড়াস্থ কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে (নম্বর-০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯)।

কন্ট্রোল রুম থেকে দুর্যোগ পরবর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সার্বিক সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিতে থাকা উপকূলবাসী ও পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত নগরবাসীকে চিকিৎসা সহায়তা দেয়ার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া জনসাধারণের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে।

তারপর তিনি পতেঙ্গা এলাকা থেকে ফিরিঙ্গিবাজার নতুন ফিশারীঘাট এলাকায় যান। সেখানে কর্ণফুলীতে আশ্রয় নেয়া ফিশিং ট্রলার মাঝিমাল্লাদের সাথে আলাপ আলোচনা করেন। এসময় কাউন্সিলর ইসমাইল বালি, কাউন্সিলর হাজী নুরুল হক, চসিকে মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108