প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
করোনা সংক্রমনের ৭৫ তম দিনে দেশের সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২জন। এই নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত ৪০৮ জন ব্যক্তি মারা গেছেন। ১০ হাজার ২৬২ টি নমুনা পরীক্ষায় ভাইরাসটি শনাক্তকরন হয়েছে ১৭৭৩ জনের দেহে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিনে জানায়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন প্রায় ৪০০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৫১১ জনে।এতে সুস্থ হয়েছেন প্রায় ৫ হাজার ৬০৭ জন।
নতুন ৪ টিসহ দেশে এখন মোট ৪৭ টি কেন্দ্রে করোনা পরীক্ষা করা হচ্ছে। ২দিন ধরে দেশে ১০ হাজারেরও বেশি করোনা পরীক্ষা করা হচ্ছে। তাতেই সব রেকর্ড ভেঙ্গে বাড়ছে শনাক্তের সংখ্যা। এখন পর্যন্ত করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪টি। আগে মৃতের তালিকায় ঢাকা এগিয়ে থাকলেও এখন দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ঘটছে। শেষ ২৪ ঘন্টায় ঢাকার পাশাপাশি মারা গেছেন নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলায়।
নতুন কয়েকটি বেসরকারি মেডিকেলকেও সরকার কর্তৃক অনুমোদন দেয়া হয়েছে করোনা শনাক্তকরণের জন্য এবং সরকার কর্তৃক নমুনা পরীক্ষার্থীর ফি নির্ধারিত করে দেয়া হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
এছাড়াও সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ৫১ লাখ ২৫ হাজার ২০৬ জন, মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৪৫ হাজার ১৩৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৮৪৩ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108