প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
খেলাধূলা বিভাগ
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার, সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পথচলার প্রায় শুরু থেকেই যে ব্রেসলেটটি ছিল তার নিত্যসঙ্গী এবং শোভা পেয়েছিল তার হাতে সেই প্রিয় বস্তুটি করোনা যুদ্ধে এগিয়ে যেতে তুললেন নিলামে। ফেসবুকে ‘অকশন ফর একশন’ নামে একটি পেইজে ব্রেসলেটির বিডিং শুরু হলে এক পর্যায়ে এক ব্যবসায়ী ব্রেসলেটটির দাম হাকান ৩০ লাখ টাকা। সেখান থেকে বেশ কয়েকটি ধাপে ব্রেসলেট এর মূল্য দাঁড়ায় ৪০ লাখে। বিভিন্ন প্রক্রিয়া শেষে যার মূল্য হবে ৪২ লাখ টাকা।
গত সোমবার ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্রেসলেটটি কিনে নিয়েছেন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ‘বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন।’ প্রাপ্ত অর্থ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে মাশরাফির অলাভজনক সামাজিক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইলের হতদরিদ্র মানুষের কল্যাণে এবং আরো স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনদের বিলিয়ে দিবেন যেন তারাও অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
বিক্রি হবার পরপরই ব্রেসলেটটি হাত থেকে খুলে ফেলেন মাশরাফি। তবে চমকের ব্যাপার হচ্ছে, নিলামে বিক্রি হওয়া ব্রেসলেটটি থাকবে মাশরাফির কাছেই। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রেসলেটটি আবারো মাশরাফিকেই উপহার দেয়া হবে। ঠিক যেটা চাচ্ছিলেন সাধারন ক্রীড়ামোদী ও মাশরাফির ভক্তরা। এবং তিনি লাইভে এও জানান যে মাশরাফির ব্রেসলেটটি তার নিজের হাতেই মানানসই।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা যুদ্ধে বাংলাদেশ ক্রিকেটারদের ক্রীড়া সামগ্রীর মধ্যে মাশরাফির ব্রেসলেটটি বিক্রি হলো সর্বোচ্চ দামে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108