প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ফেনী জেলা প্রতিনিধি
২০ মে বুধবার সারাদিন ফেনীতে থেমে থেমে বৃষ্টিপাত লক্ষ করা যায়। বৃষ্টি কম হলেও বৃদ্ধি পয়েছে বাতাসের গতিবেগ। সারাদিন ব্যাপি লক্ষ করা যায় দমকা হাওয়ার প্রভাব। ফেনীতে এখন পর্যন্ত তেমন ক্ষয়-ক্ষতি না হলেও বিভিন্ন স্থানে উপরে পড়েছে গাছপালা। ক্ষতিগ্রস্ত হবে অনেক কৃষক। কেননা অনেক কৃষকের ধান এখনো জমিতেই রয়েছে। গতকালকের তুলনায় বাতাসের গতিবেগ অনেক পরিবর্তন ঘটে।গতকাল সন্ধায় ফেনীতে বাতাসের গতিবেগ ছিল ৭৬ কি.মি প্রতি ঘন্টা। বাতাসের আদ্রতা ছিল ৭৯ শতাংশ। রাতে বৃষ্টির সাথে বৃদ্ধি পায় বাতাসের গতিবেগ। ঘন্টায় ১০৭ কি.মি গতিতে বাতাস বইছে। বাতাসের আদ্রতা ছিল ৭৯ শতাংশ । এর আগে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ফেনী জেলাকে ৭ নাম্বার বিপদ সংকেত দেখাতে বলা হয়। আবহাওয়া পূর্বাভাসে বলা হয় ১৪০-১৬০ গতিবেগ বাতাসের সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সকলকে শুকনো খাবার মজুদ রেখে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108