প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
খেলাধূলা বিভাগ
মুশফিকুর রহিমের ব্যাটের নিলামে শেষ চমক পাকিস্তানি ব্যাটসম্যান শহীদ আফ্রিদির। তার ডাবল সেঞ্চুরির ব্যাট ১৭লাখ টাকায় কিনে নিয়েছেন সাবেক পাকিস্তানের এই অধিনায়ক। প্রিয় ব্যাট নিয়ে আফ্রিদির আগ্রহ আনন্দিত করেছে মুশফিককে। মুশফিক নিজেই ধন্যবাদ জানিয়েছেন নিলামে অংশগ্রহণকারীদের এবং ধিক্কার জানিয়েছেন ভুয়া বিডারদের জন্য।
মুশফিকের ব্যাট নিলামে উঠার পর পরই যেন চলছিল নাটকীয়তা। শুরুটা খুব বাজে ভাবে হলেও শেষটা হলো ভালো খবর দিয়েই। দেশের কেউ নন বরং ব্যাটটি কিনেছেন পাকিস্তান লিজেন্ড শহিদ খান আফ্রিদি। মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘নিলামে অংশগ্রহণ করেছেন সেইরকম অনেস্ট কিছু বিডার আমরা পেয়েছি। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তখনই তিনি বলে দেন তার বেটি নিলামে কিনে নিয়েছেন পাকিস্তানের অন্যতম অধিনায়ক শহীদ আফ্রিদি।’
করোনার বিপক্ষে মুশফিকের লড়াইয়ের খবরটি পৌঁছে গিয়েছে আফ্রিদির কাছে এবং তিনি মুশফিককে বলেছেন ‘রিয়েল লাইফ হিরো’। এবং তিনি বলেন, ‘মুশফিক যে কাজটি করেছে সেটি শুধু হিরোরাই করে এবং বাংলাদেশ থেকে আমি যেই ভালোবাসা পেয়েছি তা আমার চিরদিন মনে থাকবে এবং আমি মুশফিকের ব্যাট কিনে বাংলাদেশের সাথে করোনা বিপক্ষে লড়াইয়ে যুক্ত হলাম। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে।’
অন্যদিকে ভুয়া বিডারদের উদ্দেশ্যে মুশফিক ধিক্কার জানিয়ে বলেন,’ প্রথম স্টেজে আমাদের নিলামটি বন্ধ করে দেয়া হয়েছিল কারণ এখানে কিছু ফ্রড বিডাররা ছিলো। এরকম এরকম একটা নোবেল কাজে যেখানে আমরা মানুষদের সাহায্য করার চেষ্টা করছি ও একটা সহীহ নিয়ত করেছি সেখানে মানুষ এটাকে ফাজলামো হিসেবে নিবে সেটা আসলে আমরা এক্সপেক্ট করি নাই। সেই সকল ফ্রড বিডারদের আসলেই আমরা ধিক্কার জানাই।’
উল্লেখ্য, কিছুদিন আগেই বাংলাদেশের শীর্ষ খেলোয়াড় সাকিব আল হাসানের ব্যাট নিলামে বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108