প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার
ইসলাম ও র্ধম বিভাগ
পবিত্র মাহে রমজানের শেষ জুমা হলো জুমাতুল বিদা বা আল-কুদস দিবস। মুসলমানগণের জন্য প্রত্যেকটি জুমাই গুরুত্বপূর্ণ। কিন্তু জুমাতুল বিদা রমজানের শেষ জুমা হিসেবে এর রয়েছে বিশেষ গুরুত্ব।
জুমাতুল বিদার বিশেষ তাৎপর্য এই যে রমজান মাসের শেষ শুক্রবার আল্লাহর নবী হজরত দাউদ (আ.)-এর পুত্র মহামতি হজরত সুলায়মান (আ.) জেরুজালেম নগর প্রতিষ্ঠা করেন এবং আল্লাহর মহিমা তুলে ধরতে সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা ‘মসজিদ আল-আকসা।
নবী করিম (সা.) বলেছেন, ‘যে মুসলমান রমজান মাস পেল, কিন্তু সারা বছরের গুনাহখাতা মাফ করিয়ে নিতে পারল না, তার মতো হতভাগা আর নেই।’ জুমার দিন খোদবার আগে যে আজান দেওয়া হয় তার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার অনন্য সময়।
তাই গুনাহ মাফ চাওয়ার জন্য জুমার দিনের গুরুত্ব অপরিসীম। রমজান মাস শেষ হওয়ার আগ মূহুর্তে গুনাহ মাফ চাওয়ার অনন্য সুযোগ হলো জুমাতুল বিদা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108