চিত্রনায়িকা শিরিণ শিলার উদ্যোগে গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
594

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

বিনোদন বিভাগ

বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা শিরিন শিলা। এর আগেও তিনি নিজ উদ্যোগে করোনা পরিস্থিতির জন্য অসহায় দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন। এবারও তিনি গত ২৩ রমজান ১৭ মে অসহায় গরীব ২৫০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

তিনি জানান; করোনাভাইরাসের প্রকোপে অন্য সকলের মতো আমিও ঘরবন্দি। ঢাকায় নিজের বাসাতেই আছি। বাড়িতে বসে থাকলেও মানবিক কাজে অংশ নিচ্ছি। গরীব অসহায় পরিবারগুলোকে আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী দিলাম। এমনভাবে বিতরন করেছি যেন সামাজিক দূরত্ব বজায় থাকে। ইফতার সামগ্রী দিয়েছি উপহার হিসেবে। আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এটা করেছি গরীবদের মুখে হাসি ফোঁটাতে। আরও বলেন, আমি চাই আমার মতো যাদের পক্ষে সম্ভব তারাও এগিয়ে আসবেন। সহযোগিতা করবেন সাধ্যমতো। আমরা সকলে যদি এগিয়ে আসি তাহলে মানুষ অভুক্ত থাকবেন না।

এরপর ২২ মে নিজ গ্রাম রূপগঞ্জের কিছু গরীব, অসহায় পরিবারকে আমার সাধ্যমতো খাদ্যসামগ্রী দিলাম। তাদের ঈদ সামগ্রী দিয়েছি উপহার হিসেবে।

তিনি বলেন; আমি মনে করি এবার ঈদে শপিং করার দরকার নেই। আমাদের সকলেরই কিছু আত্মীয় রয়েছেন যারা কিছুটা আর্থিক সহায়তা পেলে খুশি হবেন। তাদের সহায়তা করুন। ঈদ আনন্দ নিয়ে আসে ঠিকই। তবে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এবার আনন্দের কোনো অনুভূতি নেই। সকলে যেন এ প্রাদুর্ভাব থেকে কাটিয়ে উঠতে পারি এ প্রত্যাশা করছি।

উল্লেখ্য, চলচ্চিত্র অঙ্গনে হিটম্যান সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন শিরিন শিলা। সিনেমায় অপু বিশ্বাস এবং সাকিব খানের সাথে অভিনয় করেন তিনি। শুরুটা করেছেন নাচ দিয়ে কিন্তু হিটম্যান, ক্ষনিকের ভালোবাসা, দেশা এমন ব্যবসা সফল সিনেমায় তার অভিনয় দেখা গেছে। সুযোগ হয়েছে মিয়া বিবি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করার। তিনি অভিনয় করেছেন বেগমজান, মন জানেনা মনের ঠিকানা নামকরা এসব সিনেমায়।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108