চিত্রনায়িকা সূচনা আজাদ আছেন ‘আগামীকাল’ এর অপেক্ষায়

0
494

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

বিনোদন বিভাগ

আবারও নতুন সিনেমায় হাজির হচ্ছেন সূচনা। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘আগামীকাল’ সিনেমায় সূচনার নায়ক ইমন।
সূচনা আজাদের শুরু হয় টিভিসিতে কাজ করার মধ্য দিয়ে। রবি, ইগলো, সিঙ্গার, সাইমন বিচ, ডায়মন্ড ওয়ার্ল্ড, প্রাণ-আরএফএল, এখানেই.কমসহ প্রায় ৩০টির মতো টিভিসিতে কাজ করেছেন তিনি। মডেলিং থেকে চলচ্চিত্রে নাম লেখানো নবাগত এ নায়িকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নিজের স্বপ্নের দিকে।
সূচনা আজাদ বলেন, ‘আগামীকাল সিনেমায় আমি ছাড়াও রয়েছেন জাকিয়া বারি মম আপু। ইমন ভাইয়ের সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। এমন একটি ভালো কাজে সুযোগ দেওয়ার জন্য আমি আমার পরিচালকের কাছে কৃতজ্ঞ।’
এর আগে আশিকুর রহমান পরিচালিত ‘অগ্নিপথ’ ছবির মাধ্যমে নাম লেখান রুপালি পর্দায়। এরপর কাজ করে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমায়। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক বা প্রথম ডিজিটাল পোস্টার।
ভারতে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে বর্তমানে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার অপেক্ষায় আছে। আগামী শরতের মাঝামাঝিতে এটি মুক্তি দেওয়া হবে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে আগামীকাল’র চারটি গান রিলিজ করা হবে। একটি রবীন্দ্রসংগীত ছাড়া বাকি গানগুলো রচনা করেছেন অঞ্জন আইচ।
প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ। সূচনা আজাদকে নিয়ে প্রশ্ন করলে ইমন বলেন, ‘সূচনা আজাদ নতুন, তবে ওর মধ্যে ভালো কাজের প্রতি ভালোবাসা আছে। ও ভালো কাজ করতে চায়, এখন যেমন ডেডিকেশনের সঙ্গে কাজ করছে, তাতে ভবিষ্যতে সূচনা অনেক ভালো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে।’

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108