জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য এবং কিছু কার্যকরী আমল

0
419

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

ইসলাম ও র্ধম বিভাগ

জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য:

‘জুমুআ’ আরবি শব্দটির বাংলা অর্থ শুক্রবার আর ‘বিদা’ অর্থ শেষ। জুমাতুল বিদা অর্থ শেষ শুক্রবার। মাহে রমজানের শেষ জুমার দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। যদিও পরিভাষাটি কোরআন বা হাদিসের প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনো বর্ণনায় পাওয়া যায় না।

দু’টি কারণে জুমাতুল বিদা অত্যন্ত মহিমাময়। ‘মাহে রমজান’ আর তার সঙ্গে যুক্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন ‘ইআওমুল জুমুআ’। প্রত্যেক মুসলমানের ওপর জুমার নামাজ ফরজ। জুমার দিন ও রাত উভয়টিই ফজিলতপূর্ণ। রাসূল (সা.) বলেছেন, ‘সপ্তাহের মধ্যে জুমাবার সর্বাধিক মর্যাদাবান। এদিনে আদি পিতা হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়। একইদিনে তিনি জান্নাতে প্রবেশ করেন। আবার পুনরায় পৃথিবীতে আগমন করেন। এদিনে তার ইন্তেকাল হয়। এ শুক্রবারেই কেয়ামত সংঘটিত হবে। এ পুণ্যদিনে এমন একটি সময় রয়েছে, যখন আল্লাহর দরবারে দোয়া কবুল হয়।’ (মিশকাত,সুনানে তিরমিজি, হাদিস: ৪৯১)।

ধারণা করা হয়, আসর থেকে মাগরিবের কোনো সময়। এছাড়া দুই খুতবার মাঝামাঝি সময়টিও দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। হজরত আওস ইবনে আওস আস-সাকাফি (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে ভালো করে গোসল করবে, উত্তম পোশাক পরে আতর লাগিয়ে আগে পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসে খুৎবা মনোযোগ সহকারে শুনবে কোনো রকম অনর্থক কাজ করবে না তাকে তার প্রতিটি কদমের বিনিময়ে লাগাতার এক বছর নামাজ ও রোজার সওয়াব দান করা হবে। (সুনানে ইবনে মাযা, সুনানে আবু দাউদ,আস্-সুনানুল কুবরা,সুনানে নাসাঈ, মুসনাদে আহমাদ, সহিহ ইবনে হিব্বান)।

.রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি বেশি দরুদ পাঠ করে তার দরুদ আমার কাছে উপস্থাপন করা হয়।’ এটি সারা বছরেরই আমল। নবীজি (সা.) বলেছেন, জুমার দিনে “সুরা কাহাফ” পাঠকারীর জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে তা আলো হয়। “সুরা কাহাফ” পড়ার কারণে আগামী আট দিন সব ফিতনা থেকে নিরাপদ থাকে পাঠকারী, এমনকি দাজ্জালের ফিতনা থেকেও।

জুমাতুল বিদা আমাদের জানিয়ে দিচ্ছে আর কিছু মুর্হূত, কয়েকটি দিন অবশিষ্ট আছে বরকতময়, কল্যাণময় ও মাগফিরাতে পরিপূর্ণ এ রমজানের। আমাদের অলসতা যেন রমজানের ফজিলতপ্রাপ্তি থেকে আমাদেরকে বঞ্চিত করতে না পারে। হে আল্লাহ, আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108