রাজধানীতে জীবাণু ধ্বংসে ডিসইনফেক্টেড টানেল স্থাপন

0
359

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

রাজধানীতে করোনাসহ মানব শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংসে কার্যকর ডিসইনফেক্টেড টানেল স্থাপন করেছে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।

ঢাকা শহরের ৫ টি জনবহুল মার্কেট-মহাখালী কাঁচা বাজার, কর্মী লতা কাঁচা বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, উত্তরা কোফিউল সেন্টার ও খিলগাঁও এর তালতলা কাঁচাবাজারে এই টানেল স্থাপন করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো রাসায়নিক পদার্থ এই টানেলে ব্যবহার করা হয়নি। মূলত মানবদেহের ক্ষুদ্র ক্ষুদ্র রোগজীবাণুগুলো অন্যদের দেহে ছড়িয়ে পড়া রোধে এই টানেলটি তৈরি করা হয়েছে। এতে করে মার্কেটের প্রবেশ মুখেই ধ্বংস হবে জীবাণুগুলো।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108