প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
পাকিস্তানের করাচিতে ৯৮ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহি বিমান জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। দেশটির পক্ষ থেকে হতাহতের সংখ্যা প্রকাশ না করা হলেও বার্তা সংস্থা এপি বলছে, এই দুর্ঘটনায় প্রাণ গেছে বিমানের যাত্রী ও ক্রুসহ অন্তত ১০৭ জনের।পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বলছে, বিমানটি অবতরণের আগ মুহূর্তে কয়েকটি বসতবাড়ির উপর আছড়ে পড়ে। দুর্ঘটনার শিকার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর বিমানটিতে ৯০ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু না জানা গেলেও দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা।করোনা মহামারীর কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশটির অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয় গেল শনিবার। অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ার বাস A320 মডেলের বিমানটি লাহোর থেকে করাচিতে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করে সেনাবাহিনী দল।এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108