ঈদের নামাজে সরকারের কিছু নির্দেশনা

0
328

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

ইসলাম ও র্ধম বিভাগ

করোনা ভাইরাস (কোভিড-১৯) একদিকে যেমন পুরো বিশ্বকে লন্ডভন্ড করে দিয়েছে অন্যদিকে চলে মুসল্লিদের আনন্দ উদযাপনের দিন-ঈদ। পুরো বিশ্বে যাই ঘটুক না কেন মুসল্লিদের মসজিদে আসা থেকে আটকে রাখা যাচ্ছে না। তাই ঈদের দিনে নামাজ আদায়ে কিছু নির্দেশাবলী ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত করে দিয়েছে।

তা নিম্নরূপ:

১. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না।

২. নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

৩. মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

৪. করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদে অজুর স্থানে হ্যান্ডওয়াশ করার জন্য সাবান ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা করা।

৫. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে আসা এবং অজুর সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

৬. ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৭. মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৮. ঈদের নামাজ আদায়ের সময় জামাতে বাড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে ও এক কাতার অন্তর কাতার করতে হবে।

৯. শিশু, বৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি ও অসুস্থ ব্যক্তিদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।

১০. এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন ও শৃঙ্খলা নিয়ন্ত্রনকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১১. মসজিদে জামায়াত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো পরিহারের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108