প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
যেভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ধারণা করা যাচ্ছে যে বাংলাদশে করোনাক্রান্তে মোট মৃতের সংখ্যা ৫০০ ছাড়াতে পারে ঈদের দিন সোমবারেই।
আজ রবিবার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাসের তথ্য জানান।
তিনি বলেন, মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৩২ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৬১০ জন এবং দেশে সর্বমোট সুস্থ হয়েছেন ৬৯০১ জন।
ডা. নাসিমা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান বুলেটিনে।
বিশ্ব স্বাস্হ্য সংস্হার তথ্য অনুযায়ী সারাবিশ্বের মোট আক্রান্ত ৫৪,০৪,৬৪৮ জন, মোট সুস্হ হয়েছে ২২,৪৭,২৫০ জন এবং মোট মৃত ৩,৪৩,৯৮২ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108