প্রতিবেদকঃ শামীমা আফরোজ
বিনোদন বিভাগ
মডেল ও অভিনেত্রী ‘রোমানা স্বর্ণা’ এবং অভিনেতা ‘আনিসুল হক মিলন’ এবার ঈদে এই জুটির একটি নাটক একুশে টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে। নাটকটিতে রোমানা স্বর্ণা ধর্ণাঢ্য পরিবারের একমাত্র কন্যা হিসেবে দেখা যাবে। আর তাদের বাগানের মালি হিসেবে নিযুক্ত আছেন ‘আনিসুল হক মিলন’। নাটকের শুরুতে মালির উপর অত্যাচার করলেও পরবর্তীতে মালির প্রেমে পড়ে যান বাড়ির মেয়ে অর্থাৎ রোমানা স্বর্ণা।
ঈদে সাত পর্বের ধারাবাহিক নাটক হিসেবে নাটকটি নির্মিত হয়েছে। নাটকের নাম ‘ওয়ান গার্ডেনার টু ফ্লাওয়ার্স’। একুশে টিভিতে ঈদের দিন হতে সাতদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। নাটকটি সম্পর্কে রোমানা স্বর্ণা বলেন, এটি একটি মজার নাটক। হাস্যরসের মধ্য দিয়ে গল্প এগিয়েছে। আমরা অভিনয় শিল্পীরা মন প্রাণ দিয়ে অভিনয় করেছি। আমার বিশ্বাস নাটকটি দেখে দর্শক মজা পাবে।
নাটকটি নিয়ে আনিসুর রহমান মিলনও দারুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সুন্দর একটি বিনোদনমূলক গল্পের নাটক এটি। রোমানা স্বর্ণা আর আমি জুটিবদ্ধ হয়ে দারুন অভিনয় করেছি। আমাদের জুটি দর্শকদের অবশ্যই ভালো লাগবে।
হাস্যরসাত্বক এই ঈদ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন জাহিদ বাবুল। নাটকটি পরিচালনা করেছেন আজিম খান ও কাজী সাইফ আহমেদ। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নাজিরা মৌ, সিদ্দিকুর রহমান, নূর এ আলম নয়ন প্রমুখ।
উল্লেখ্য, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণা টিভি নাটকের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও বিখ্যাত নাটক “হাড়কিপটে” নাটকেও অনেক নাম করেছিলেন এই অভিনেত্রী। তবে আপাতত তিনি টেলিভিশন মিডিয়াতেই বেশি ব্যস্ত রয়েছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108