দশ হাজার পাঠকসহ দেশবাসিকে এফএম নিউজ পরিবারের শুভেচ্ছা

0
425

ডেস্ক রির্পোটঃ

সংস্কৃতি ও অনুষ্ঠান বিভাগ

শুধু দেশ নয় সারা বিশ্ব যখন পার করছে করোনাভাইরাসের ক্রান্তিকাল ঠিক তখনি আমাদের সামনে রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ। বিশ্বদুর্যোগেও আমরা ঘরে ঘরে ঈদ উদযাপন করছি। প্রতিটি খুশি মনের সাথে সম্পৃক্ত; মনের অনুভবই খুশির মাপকাঠি।

গত বছর সেপ্টেম্বরের আটাশ তারিখ এফএম নিউজের যাত্রা। বস্তুনিষ্ঠ ও নির্ভরশীল সংবাদ পরিবেশনের প্রত্যয়ে, আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী… এই শ্লোগানকে সামনে রেখে দেশ ও দেশের মানুষের কল্যাণে গড়ে উঠছে এফএম নিউজ

হাঁটি-হাঁটি পা-পা করে আজ এফএম নিউজ প্রায় দশ হাজার পাঠকের ভালবাসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর প্রতিমাসেই পাঠক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এফএম নিউজের।

পাঠক সংখ্যা বৃদ্ধির সুচক

সামনে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এফএম নিউজকে। যার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একঝাঁক শিক্ষিত তরুন-তরুনী। এই আমরা প্রায় গোটা দশেক হবো সংখ্যায়।

আমাদের এই ক্ষুদ্র পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভাকাঙ্গী ও সহযোদ্ধাদের জানাই অকৃত্রিম ভালবাসা, সেই সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। 

সাথে থাকুন নিয়মিত পড়ুন…এফএম নিউজ

এফএম নিউজের লগো

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108