সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি নেতারা

0
304

প্রতিবেদকঃ নিশাত বিথি

রাজনীতি বিভাগ

প্রায় দুই বছর পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ঈদ উদযাপন করছেন। এবার চলমান করোনা পরিস্থিতিতে নেত্রীর সঙ্গে ঈদের দিন দেখা হচ্ছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানের বাসাভবন ফিরোজায় যাবেন স্থায়ী কমিটির সদস্যরা। স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময় হবে বলে জানিয়েছেন বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা সোমবার সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। সেখানেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুভেচ্ছা বিনিময় হবে।

শর্তসাপেক্ষে সরকারের দেওয়া ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। এর পর থেকে গুলশানের বাসাতেই আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108