প্রতিবেদকঃ নিশাত বিথি
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে সখীপুর-ছিলিমপুর সড়কের পৌরসভার কাঁচা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র সাদ্দাম হোসেন সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবাসী বাবুল হোসেনের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদ্দাম তার দুই বন্ধুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ছিলিমপুর থেকে সখীপুর আসছিল। তারা পৌরসভার কাঁচা বাজারের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ইটের দেয়ালে ধাক্কা লাগে। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। অন্যজনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108