ফেনীতে করোনা আক্রান্ত ৭৩ জন, বিস্তারিত দেখুন

0
363

প্রতিবেদকঃ মোঃ এমরান হোসেন মজুমদার

ফেনী জেলা প্রতিনিধি

২৪ মে AMUMC এর ঘোষিত ফলাফল অনুযায়ী ফেনীতে নতুন সনাক্ত হয়েছে ০৬ জন। দাগনভূইয়া ০৩ জন, সোনাগাজী ০২ জন, পরশুরাম ০১ জন নতুন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৭৩ জন।

নতুন করে সুস্থ হয়েছে ০৮ জন। এরা ফেনী জেনারেল হাসপাতাল, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় চিকিৎসাধীন ছিলেন। তাদের তৃতীয় নমুনা পরীক্ষা নেগেটিভ। বর্তমান সুস্থ ৩৫ জন।

ফেনী সদর উপজেলায় মোট আক্রান্ত হয়েছে ২৩ জন। ছাগলনাইয়া উপজেলায় মোট আক্রান্ত ১৩ জন। দাগনভূইয়া উপজেলায় মোট আক্রান্ত ১৩ জন। পরশুরাম উপজেলায় মোট আক্রান্ত ০৭ জন। ফুলগাজী উপজেলায় মোট আক্রান্ত ০৪ জন। সোনাগাজী উপজেলায় মোট আক্রান্ত ১০ জন। আন্যান্য ০৩ জন। রের্ফাড ০৩ জন। মৃত ০২ জন। বর্তমান আক্রান্ত আছে আরো ৩৩ জন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108