প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
জাতীয় বিভাগ
সাধারণ ছুটি ৩০ মে-র পর থেকে আর বাড়ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত কিন্তু তারপর অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বন্ধ থাকছে গণপরিবহন চলাচল। বিকেলে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর এই বিষয়ে কাল প্রজ্ঞাপন জারি হবে।
আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা ছুটি শেষ হতে যাচ্ছে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে অফিসে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার কথা বলা হয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও শুধুমাত্র কর্মস্থল যাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে যানবাহনের ব্যবস্থা করতে পারবে। বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের অফিসে যোগ দিতে না করেছেন প্রতিমন্ত্রী এবং তিনি আরও বলেন, সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৩ মার্চ থেকে এখন পর্যন্ত ৫ দফায় সাধারণ ছুটি বৃদ্ধি করেছেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108