প্রতিবেদকঃ নিশাত বিথি
অনিয়ম ও অপরাধ বিভাগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় অতিরিক্ত মদ্যপানে শাওন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সাথে মদ পান করে অসুস্থ হয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার (২৮ মে) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়। অতিরিক্ত মদপানে মৃত্যু হওয়া যুবক শাওন উপজেলার গোলাকান্দাইল বাগমোচা এলাকার জেদ্দাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৬ মে) রাতে গোলাকান্দাইল এলাকার মৃত শফিউল্লাহ দেওয়ানের ছেলে শাহিনের ঘরে বসে শাওন এবং তার দুই বন্ধু একই এলাকার ইসমাইলের ছেলে ইমরান (২২) ও মৃত আশরাকূরের ছেলে এমরান মিয়া (২১) মিলে বিদেশি ব্র্যান্ডের পুরো এক বোতল মদ পান করে।
জীবনে প্রথমবারের মতো একসাথে মাত্রাতিরিক্ত পরিমাণে মদ পান করায় তিনজনই গুরুতর অসুস্থ হয়। এ অবস্থায় পরিবারের লোকজন তাদেরকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। বৃহস্পতিবার রাতে (২৮ মে) শাওন মারা যায়। তার অপর দুই বন্ধু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108