জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদ এবং সারাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন, টাচ করুন।
সোমবার(৩০ নভেম্বর) জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শহরের নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন, টাচ করুন।
সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক এবং সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ বক্তারা সারাদেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার প্রতিবাদ জানান।
একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় আওয়ামী যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।