শিক্ষা ও সাহিত্য বিভাগ
অতিরিক্ত ফি প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় যাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে- সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার, বেসরকারি পলিটেকনিকের সেমিস্টার ফি প্রত্যাহার, সেশনজট নিরসন, প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া এবং ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করা।
বিজ্ঞাপন, টাচ করুন।
আবু রাইহান নামের এক শিক্ষার্থী বলেন, করোনা মহামারীর মধ্যে অনেক শিক্ষার্থী আর্থিক সমস্যায় আছেন।

কিন্তু অধিকাংশ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো সেটা বিবেচনা করছে না। বরং তারা অতিরিক্ত ফি আদায় করছে।
সামাজিক বাস্তবতার উপর নির্মিত কয়েকটি নাটক দেখতে এখানে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=UGFSLbHFM1E&list=PLLieECOygnJzmldoORyUpQqqu4A3472ri&index=1
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108