খেলাধুলা বিভাগ
তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরির ওপর ভর করে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান করেছে।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ আজ নামবে আগে ব্যাট করতে।
বিজ্ঞাপন, টাচ করুন।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ যদিও গুরুত্বহীন; কিন্তু বিশ্বকাপ সুপার লিগের হওয়ার কারণে এই ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। ১০ পয়েন্ট নামের পাশে লেখা হলে ২০২৩ বিশ্বকাপে খেলার ক্ষেত্রে উপকারী হবে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজও চায় গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট অর্জন করতে। সে লক্ষ্যেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

টস হেরে ব্যাট করতে নেমে অবশ্যই শুরুতেই ক্যারিবীয়দের পরিকল্পনাকে সহজ করে দিলেন ওপেনার লিটন দাস। প্রথম ওভারেই অ্যালজারি জোসেফের বলে উইকেট হারিয়ে আসলেন লিটন দাস। ইনিংসের পঞ্চম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন লিটন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাধেন তামিম ইকবাল। দু’জন গড়ে তোলেন ৩৭ রানের জুটি। এরপর ৯ম ওভারে কাইল মায়ারসের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারলেন না। নাজমুল হোসেন শান্ত বিদায় নেওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে জুটি বাধেন তামিম। দু’জনের ব্যাটে এরই মধ্যে ৪৬ রানের জুটি গড়ে তুলেছেন। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ২৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১২২ রান। ৫৮ রান নিয়ে তামিম ইকবাল এবং ৩৪ রান নিয়ে উইকেটে রয়েছেন সাকিব আল হাসান।
সামাজিক বাস্তবতার উপর নির্মিত কয়েকটি নাটক দেখতে এখানে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=UGFSLbHFM1E&list=PLLieECOygnJzmldoORyUpQqqu4A3472ri&index=1
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108