বিনোদন বিভাগ
টিকটক তারকা রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাড়ি থেকেই উদ্ধার করা হয় রফি শেখের মরদেহ।

হঠাৎ কীভাবে রফির মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। ইতোমধ্যে পুলিশ রফির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।পরিবার বলছে, ঘটনার দিন প্রথমে নিজের এক বান্ধবীর সঙ্গে দেখা করেন রফি। এরপর নারায়ণ রেড্ডি পেটায় ওইদিন বিকেলে নিজের বেশ কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা করেন রফি। নারায়ণ রেড্ডি পেটায় বন্ধুদের সঙ্গে দেখা করে ফেরার পথে রফিকে মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থাতেই বাড়ি ফেরেন রফি। ওই ঘটনার সঙ্গেই রফির মৃত্যুর সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজ্ঞাপন, টাচ করুন।
প্রসঙ্গত, ভারত চীনের সীমান্ত সমস্যার পরেই বেশ কয়েকটি চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই তালিকায় ছিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক। সে সময় মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত।

ভারতের মতো জনবহুল দেশে টিকটকের অসংখ্য ব্যবহারকারী থাকলেও হঠাৎ অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টিকটক বন্ধ করে দেওয়াকে সমর্থন জানালেও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েন টিকটকাররা।
সামাজিক বাস্তবতার উপর নির্মিত কয়েকটি নাটক দেখতে এখানে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=UGFSLbHFM1E&list=PLLieECOygnJzmldoORyUpQqqu4A3472ri&index=1
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108