সাধারণ জনগনকে কোভিড -১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার প্রতিরোধ করতে মন্ত্রীসভার দ্বিতীয় সদস্য হিসেবে গতকাল দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান বুথে টিকা গ্রহণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

টিকাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে টিকা নিতে এসেছি। কোভিড-১৯ টিকা নিয়ে বিশেষ মহলের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাধারণ মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ বুঝুক এটি একটি সাধারণ টিকা।
বিজ্ঞাপন, টাচ করুন।
টিকা নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ভালো লাগছে এবং বিশেষ কিছু অনুভব করছি না। এটি অন্য সাধারণ টিকার মতই।

টিকা নেওয়ার সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি,সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ ।
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108