বিনোদন বিভাগ
আজ টিভি অভিনেতা কাজি উজ্জ্বলের জন্মদিন। কাজী উজ্জ্বল মূলত ছোট পর্দার একজন অভিনেতা। তবে তিনি কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সাধারণত বাবা বা সিনিয়র চরিত্রগুলোতে অভিনয় করেন কাজী উজ্জ্বল। ক্লাস ফোরে থাকতে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সুকুমার রায়ের লেখা ‘ষোল আনাই মিছে’ কবিতাটি নাটিকা আকারে মঞ্চস্থ করেছিলেন কাজী উজ্জ্বল। সেখানে তার চরিত্রটি ছিলো মাঝির। আর এভাবেই অভিনয়ের শুরু। তারপর থেকে স্কুল কলেজের সব আয়োজনেই ছিলো সরব উপস্থিতি।

আশির দশকের শুরুতে যশোর থেকে ঢাকায় আসেন কাজী উজ্জ্বল। বছর তিনেক মঞ্চে অভিনয়ের জন্যে ঘোরাঘুরি শেষে বড় ভাইয়ের বন্ধু আজিজুল হক এবং সালাহউদ্দিন লাভলুর সুবাদে ১৯৮৪ সালে কর্মশালার মাধ্যমে আরণ্যকে যোগ দেন তিনি। সেখানে আব্দুল্লাহিল মাহমুদের ‘ননকার পালা’য় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে মঞ্চ নাটকে ক্যারিয়ার শুরু করেন। তবে ২০০৭ সালে এসে নাট্যধারায় যোগ দেন।
বিজ্ঞাপন, টাচ করুন।
বর্তমানে টিভি নাটকের পাশাপাশি নাট্যধারায় নিয়মিত কাজ করছেন। নব্বইয়ের দশকের শুরুতে মামুনর রশীদের সঙ্গে প্রোডাকশনে কাজ শুরু করেন কাজী উজ্জ্বল। সে সময় বিটিভির জন্যে ‘সুপ্রভাত ঢাকা’ শিরোনামে একটি নাটক নির্মাণ করা হয়। এতে অভিনয়ের মাধ্যমে প্রথম সবার নজরে আসেন কাজী। তারপর থেকে অভিনয় করেই যাচ্ছেন। সব মিলিয়ে নাটকের সংখ্যা পাঁচশ-ছয়শ।

আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দরিয়া পাড়ের দৌলতী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন কাজী উজ্জ্বল। তিনি সব মিলিয়ে প্রায় পনেরোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলালিংকের আলাল-দুলাল বিজ্ঞাপনের অভিনয় করেও সাড়া ফেলেছিলেন এই অভিনেতা। সব মিলিয়ে প্রায় ছাব্বিশটি বিজ্ঞাপনে মডেলিং করেছেন কাজী উজ্জ্বল।
আজ গুনি এই অভিনেতার জন্মদিন। দর্শক ও বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত। জন্মদিনের আনন্দ তিনি পরিবারের সবার সাথে শেয়ার করেন।
আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন-

এফএম নিউজ…আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108