মঙ্গলবার সন্ধ্যায় “পেছনের গল্প”-এর অতিথি হয়ে আসছেন আশরাফ কবীর

0
133
আশরাফ কবীর
আশরাফ কবীর

“পেছনের গল্প” তারকাদের একটি সাক্ষাৎকার অনুষ্ঠান। এটি নিয়মিত প্রচারিত হয় ফ্রেন্ডস মিডিয়া কর্তৃক। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় রয়েছেন নাট্য পরিচালক শাহিন আহমেদ। এটি ৫ম পর্ব; এই পর্বে উপস্থাপক হিসেবে আছেন মো: সোলায়মান মামুন

all Modhu
বিজ্ঞাপন, টাচ করুন।

৫ম পর্বে অতিথি হয়েছেন বাংলা নাটকের অন্যতম অভিনেতা আশরাফ কবীর। তিনি সাক্ষাৎকারে দর্শকদের উদ্দেশ্যে অনেক অজানা বিষয় জানালেন পেছনের গল্প অনুষ্ঠানে। “Pechoner Golpo” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায়।

বিজ্ঞাপন, টাচ করুন।

অনুষ্ঠানটি নিয়ে শাহিন আহমেদ বলেন, দর্শকদের প্রিয় তারকা সম্পর্কে অনেক মজার মজার বিষয় জানার আছে পেছনের গল্প অনুষ্ঠানে। তার পাশাপাশি অনেক মজার মজার দৃশ্যও সংযোজন করা হয়েছে ভিডিওতে। তাই জানার পাশাপাশি বিনোদনও পাবেন দর্শকরা।

এফএম ইভেন্ট টিম
বিজ্ঞাপন, টাচ করুন।

অন্যদিকে অভিনেতা আশরাফ কবির বলেন, ফ্রেন্ডস মিডিয়াকে অশেষ ধন্যবাদ আমাকে এ ধরনের প্লাটফর্মে এনে দর্শকদের সামনে আরও মেলে ধরার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দর্শকদের আরো কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছি। আশা করি দর্শকরা এখানে অনেক মেসেজ পাবেন যা শিক্ষনীয় বা অনুকরনীয়।


আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন- 

পোস্টারে ক্লিক করুন
পোস্টারে ক্লিক করুন

এফএম নিউজআপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108