নববধূর কাছে গিয়ে ছবি তোলায় বরের মার খেলেন ফটোগ্রাফার! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাটি সম্প্রতি ভারতে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তা এখনো জানা যায়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ক্যামেরাম্যান। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন।
বিজ্ঞাপন, টাচ করুন।
এরপর ছবি তুলতে তুলতেই হঠাৎ করে কনের অনেকটা কাছে চলে যান ওই ক্যামেরাম্যান। যার কিছুক্ষণ পর আচমকাই বর ওই ক্যামেরাম্যানকে পিছনে চড় মারেন।

যা দেখে আবার হাসতে শুরু করে দেন খোদ কনে। হাসতে হাসতে মাটিতেই বসে পড়েন তিনি। ইতিধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। ওই কনে যেভাবে গোটা বিষয়টিকে সামলেছেন, সেটিরও প্রশংসা করেন অনেকে।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108