আসিফ আকবরের মিউজিক ভিডিও করলেন নির্মাতা খান রায়হান

0
236
আসিফ আকবর ও নির্মাতা খান রায়হান
আসিফ আকবর ও নির্মাতা খান রায়হান

বিনোদন বিভাগ

শীঘ্রই আসিতেছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও নাদিরা মুক্তা এক হয়ে গান করলেন, তুই ছাড়া সবই ভুল। শিরোনামে গানটির কথা লিখেছেন রকিবুল হাসান। গানটির সুর করেছেন জীবন ওয়াসিফ। এবং গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ,খান রায়হান নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন এক মিউজিক ভিডিও। গানের ভিডিওতে পারফর্ম করেছে নাজমুল হাসান ও বকুল ইসলাম অন্নি।

all Modhu
বিজ্ঞাপন, টাচ করুন।

নতুন এই জুটির রসায়ন যেমন ভিন্নতা এনেছে এই ভিডিওতে। তেমনি দর্শকদের ও আলাদা মুগ্ধতায় ভাসিয়ে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট সবাই। মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে এস এ চয়েস মিউজিক থেকে। গান -ভিডিও, পুরো ব্যাপারটা নিয়ে উচ্ছ্বাসিত পরিচালক খান রায়হান. তিনি জানালেন আসিফ আকবর বাংলাদেশের একজন আইকন, দর্শকরা সবাই তাকে খুব পছন্দ করে এবং আমি নিজেও তার একজন বিরাট ভক্ত, তার গানের মিউজিক ভিডিও করাটা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা, মিউজিক ভিডিওটির সত্যি দর্শকদের মনকে প্রশান্তি দিবে।

বিজ্ঞাপন, টাচ করুন।

মিউজিক ভিডিওটির শুটিং করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে। পাহাড় ঝর্ণা সবকিছু মিলিয়ে অসাধারণ দৃশ্য দেখতে পারবে দর্শকরা এই মিউজিক ভিডিওর মাধ্যমে। রকিবুল হাসান দারুন ছন্দে গানটি বেঁধেছেন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনঃ অসাধারণ হয়েছে। এসম্পর্কে নাদিরা মুক্তা বলেন। প্রথমবার আসিফ আকবরের সঙ্গে গান গাইলাম। গানটার কথা আমার খুব ভালো লেগেছে। আর সুর টাও খুব কাছের মনে হলো যেন মন ছুয়ে যাওয়ারই মতো।আশা করছি শ্রোতাদের খুব ভালো লাগবে।

এফএম ইভেন্ট টিম
বিজ্ঞাপন, টাচ করুন।

গানটির মিউজিক ভিডিও করেছেন খান রায়হান। সর্বোপরি মিউজিক ভিডিওটি নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। এস এ চয়েস মিউজিক জানায় যে আমরা ভালোবাসা দিবসে মিউজিক ভিডিওটি মুক্তি দেওয়ার চিন্তা আছে। এছাড়াও গান শুনতে পারা যাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন
উপরের ছবিটিতে ক্লিক করুন

 

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108