বিনোদন বিভাগ
আজ (১০ ফেব্রুয়ারি) জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূরের জন্মদিন পালন হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই সবার শুভেচ্ছাতে সিক্ত হন তিনি। এবারও থাকবে শাহনুর ফাউন্ডেশন থেকে এই সোনামণিদের সাথে প্রথম প্রহরের জন্মদিন পালন।

এছাড়া কোরআন খতম, মিলাদ এ দোয়া করা হয়েছে। সন্ধ্যায় ঘরোয়া আয়োজন ও হয়েছে। দেশবাসী এবং প্রিয়জনদের কাছে তিনি দোয়া চেয়েছেন। জন্মদিন উপলক্ষে শাহনূর বলেন, আমার জন্মদিন ,এই দিনটি আমি শুরু করি পথশিশু ছোট্ট ছোট্ট সোনামণিদের সাথে, কেক কেটে, ওদেরকে নতুন জামাকাপড় ও খেলনা দিয়ে ওদের সাথে আনন্দ করি।
বিজ্ঞাপন, টাচ করুন।
এই ছোট্ট সোনামনিরা তারা কিন্তু পরিবারকে পায় না, কোন আনন্দ উল্লাস করতে পারে না, তাই এই দিনটি আমি ওদেরকে আনন্দ দেবার চেষ্টা করি। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার আর সেটি আমি করে আসছি বহু বছর ধরে।

তিনি আরো বলেন, আমি যেন পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী বাচ্চা এবং বৃদ্ধাশ্রম এর আমাদের বাবা-মা তাদের জন্য কিছু কাজ করে যেতে পারি। এবং দেশের উন্নয়নমূলক কাজে ,নিজেকে নিয়োজিত করতে পারি।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108