বিনোদন বিভাগ
এপ্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী নুসরাত পপি। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ‘ঘরবন্দী’ ছিলেন তিনি। দীর্ঘ সময় পর আবারও মিউজিক ভিডিও এর শুটিংয়ে ফিরেছেন তিনি।

এরই মধ্যে তিনি নতুন তিনটি মিউজিক ভিডিওয়ের শুটিং শেষ করেছেন তিনি। গানটি পরিচালনা করেছেন শামীম নিদ্রা এ প্রসঙ্গে শিল্পী বলেন চমৎকার কথা রে গানটি আশাকরি সবার মন ছুয়ে যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন।
বিজ্ঞাপন, টাচ করুন।
চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে গানগুলির চিত্রায়ন করেছেনI সব মিলিয়ে আশাকরি অনেক সুন্দর হবে গানগুলি I ভালো করে গান করার চেষ্টা করেছি বাকিটা আপনার ইচ্ছা দেখলেই বুঝতে পারবেন I সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো ভালো গান উপহার দিতে পারিI

গানটি শীঘ্রই ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে I এ প্রসঙ্গে পপি বলেন, গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিও তিনটি দর্শকের পছন্দ হবে। এরই মধ্যে তিনটি মিউজিক ভিডিও এর শুটিং শেষ হয়েছে। শীঘ্রই ইউটিউবে মিউজিক ভিডিও প্রচার করা হবে।
- ———————–————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108