ডিপজলের নতুন সিনেমা ‘বাংলার হারকিউলিস

0
188
ডিপজল
ডিপজল

বিনোদন বিভাগ

চিকিৎসা শেষে দুবাই থেকে ফিরেই কাজে মনোযোগ দিয়েছেন আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। মাত্রই শেষ করেছেন মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি। এবার শুরু করেছেন নতুন ছবি। এর নাম ‘বাংলার হারকিউলিস’।

all Modhu
বিজ্ঞাপন, টাচ করুন।

এখানে নাম ভূমিকায় তিনিই থাকছেন। পুলিশ-থ্রিলার ধাঁচের গল্পে সিনেমাটির শুটিং আজ (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। এটিও পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। এর গল্প ডিপজলের। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন মৌ খান।

এফএম ইভেন্ট টিম
বিজ্ঞাপন, টাচ করুন।

এছাড়া নায়কের ভূমিকায় আছেন নাদিম। ডিপজল বললেন, ‘‘নতুন সিনেমাটির শুটিং ‘অমানুষ হলো মানুষ’-এর মতোই একটানা শেষ করব। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি।’’ তিনি জানান, প্রথমে ৭টি সিনেমার ঘোষণা দিলেও এখন এ সংখ্যাটি আরও বাড়বে। চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডিপজল। তাই ছবির উন্নয়নে আরও ভূমিকা রাখতে চান।

বিজ্ঞাপন, টাচ করুন।

তিনি বলেন, ‘একটা সময় অশ্লীল সিনেমা ছড়িয়ে পড়ে। এরপর আমি নিজে প্রযোজনায় এসে একের পর এক সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কোটি টাকার কাবিন, চাচ্চু, মায়ের হাতে বেহেস্তের চাবিসহ অনেক কাজ করেছি। আশা করি, এবারও চলচ্চিত্রের মন্দা অবস্থা কেটে যাবে।’ জানা যায়, ডিপজলের সাভারের বাড়িসহ বেশকিছু স্থানে ‘বাংলার হারকিউলিস’-এর শুটিং হবে।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন
উপরের ছবিটিতে ক্লিক করুন

 

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108