তানভীরের স্ত্রীর হঠাৎ দুবাই যাত্রা: নেপথ্যে নায়িকা পরীমনি?

তানভীর ও পরীমনি
তানভীর ও পরীমনি
অনিয়ম ও অপরাধ বিভাগ

সায়েম সোবহান আনভীর কার্গো করে দুবাই গিয়েছেন। আনভীর দুবাই পৌঁছাবার এক দিন যেতে না যেতেই আনভীরের স্ত্রী সাবরিনাও দুবাই গেলো। খোঁজ নিয়ে জানা গিয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা নামের এক নারী আনভীরের স্ত্রী সাবরিনাকে জানান তার স্বামী আনভীর দুবাইতে নিজের প্রাইভেট বোটে বাংলা চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছে।

বিজ্ঞাপন, টাচ করুন।
বিজ্ঞাপন, টাচ করুন।

উল্লেখ্য: আনভীরের সাথে পরিমনির ঘনিষ্ঠতা সম্পর্কে তার স্ত্রী আগে থেকেই জানতো। তাছাড়া ফেসবুকে পরীমনি দুবাইতে একটি প্রাইভেট বোট এ নিজের কিছু ছবি আপলোড করেছেন যা দেখে আনভীরের স্ত্রীর সন্দেহ আরো ঘনীভূত হয়। স্বামীকে তাই নিজের নজরদারিতে রাখার প্রচেষ্টা হিসেবে সাবরিনা সোবহান দুবাই পাড়ি জমালেন।

————————–

আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন- 

 পোস্টারে ক্লিক করুন
পোস্টারে ক্লিক করুন

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108