আর্ন্তজাতিক বিভাগ
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের নয়াদিল্লিতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তাঁর করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ দেখে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।বিজ্ঞাপন, টাচ করুন।
তসলিমা নাসরিন এক টুইট বার্তায় বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে ঘরের বাইরে পা দিইনি। কাউকে ঘরে আসতেও দিইনি। ঘরের ভেতর আমার বিড়াল আর আমি ছিলাম। এরপরও আমি কোভিড-১৯–এ আক্রান্ত! যদি জানতে পারতাম, আমি কীভাবে আক্রান্ত হলাম।

তবে তিনি ঠিক কবে থেকে করোনা ভাইরাসে আক্রান্ত বা তাঁর বর্তমান শারীরিক অবস্থা কী, সে সম্পর্কে ওই টুইট বার্তায় কিছু বলেননি।উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আন্দোলনের মুখে ১৯৯৪ সালে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হন তসলিমা। তিনি সুইডেনের পাসপোর্টধারী হলেও এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসবাস করছেন।
————————–
আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108