হরিরামপুর থানায় এক মাসে ১৬ মামলা নিষ্পত্তি

সৈয়দ মিজানুর ইসলাম
সৈয়দ মিজানুর ইসলাম

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানায় যোগদানের এক মাসের মধ্যেই ১৬ টি মামলা নিষ্পত্তি করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম। এরমধ্যে নিয়মিত মামলা ৮টি, কোর্ট পিটিশন মামলা ৫ টি এবং অপমৃত্যু মামলা ৩ টি নিষ্পত্তি করেছেন। যার ফলে জুন মাসে এ থানায় আর কোন মামলা পেন্ডিং নেই।

বিজ্ঞাপন, টাচ করুন।
বিজ্ঞাপন, টাচ করুন।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম জানান, আমি গত ৩০’শে মে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করি। হরিরামপুর থানায় যোগদানের ০১ (এক) মাসে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং সিংগাইর সার্কেল সিনিঃ এ এস পি জনাব মোহাঃ রেজাউল হক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে থানার সকল তদন্তকারী কর্মকর্তাদের সহযোগীতায় অত্র থানার সকল তদন্তাধীন নিয়মিত মামলা, অপমৃত্যু মামলা এবং কোর্ট পিটিশন মামলা নিষ্পত্তি করে ০(শুন্য) কোঠায় আনতে সক্ষম হয়েছি।

বিজ্ঞাপন, টাচ করুন।
বিজ্ঞাপন, টাচ করুন।

বর্তমানে হরিরামপুর থানার ৩০ শে জুন পর্যন্ত এক মাসে নিয়মিত মামলা সংখ্যা-০০, অপমৃত্যু মামলা-০০, কোর্ট পিটিশন মামলা-০০। হরিরামপুর থানায় পুলিশের পেট্রোল দায়িত্ব আরো গতিশীল করায় মারামারিসহ চুরি-ডাকাতির ঘটনা বা আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি বলেও এ কথা জানান তিনি।

বিজ্ঞাপনে টাচ করুন।
বিজ্ঞাপনে টাচ করুন।

————————–

আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন- 

 পোস্টারে ক্লিক করুন
পোস্টারে ক্লিক করুন

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108