প্রতিবেদকঃ প্রিয়াংকা ইসলাম
বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে নগরবাসীর জীবন যাত্রায় ছন্দ পতন ঘটেছে। বিশেষ করে অফিস অভিমুখী যাত্রী এবং কোমলমতী স্কুলগামী শিশুদের পরতে হয়েছে চরম দূর্ভোগে। রাজধানীর অনেক জায়গায় সুয়ারেজ লাইন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

রাস্তায় বেড়েছে যানজট। সিএনজি, রিক্সা চালকরাও দিগুণ ভাড়া দাবী করছেন। মগবাজার নিবাসী ইডেন মহিলা কলেজের ছাত্রী তৃষা কবির জানান, ” এমনিতে মগবাজার ওয়্যারলেস থেকে ইডেন মহিলা কলেজে সিএনজি ভাড়া ছিলো ১২০-১৫০ টাকা আজ চাইছে ২০০-২৫০ টাকা “। একই অভিযোগ মোহাম্মদপুরের গৃহিণী রোজিনা সুমির। তিনি বলেন,” নরমালী মোহাম্মদপুর জহুরী মহল্লা থেকে মিরপুর-২ প্রশিকা ১৩০- ১৫০ সিএ জি ভাড়া চাইতো। আজ তারা ৩০০ নিচে যাবেই না ” বৃষ্টির অজুহাতে লাফিয়ে বেড়েছে রিক্সা ভাড়াও। আসাদগেট আড়ং সিগনাল এর উল্টো দিক থেকে তেজগাঁও কলেজের ভাড়া ৩০ টাকা। আজ যেতে হচ্ছে ৫০- ৬০ টাকা দিয়ে এমনটাই জানালেন তেজগাঁও কলেজের ছাত্র জুলফিকার হায়দার।

গতকাল রাত থেকেই রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আর আজ সকাল থেকে টানা বৃষ্টি, দেখা নেই সূর্যের। রোববার (৫ ডিসেম্বর) মেঘলা আকাশ আর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ভেদ করে দুই একবার তেজহীন সূর্যের দেখা মিললেও অধিকাংশ সময়ই মিলছে না। একইসঙ্গে রয়েছে হিমেল হাওয়া। সবকিছু মিলে আবহাওয়া ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে চলছে। এর আগে শনিবার (৪ নবেম্বর) দিনভর সূর্যের দেখা যায়নি। বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। এ অবস্থার পরিবর্তন হলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। অসময়ে বৃষ্টি হওয়ায় কৃষকরা ক্ষতির আশঙ্কা করছেন।

আবহাওয়াবিদরা গনমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে আকাশ মেঘলাসহ কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঝড়ে প্রভাব কেটে গেলে আবহাওয়া আবার স্বাভাবিক হবে। তবে, আগামী দুই-এক দিন পর থেকে বাড়বে শীতের প্রকোপ।
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108