প্রতিবেদকঃ প্রিয়াংকা ইসলাম
আর শেষ রক্ষা হলো না! অবশেযে অমিক্রনের ছোবলে বাংলাদেশ। প্রাথমিক অবস্থায় দুইজন নারীর দেহে করোনার এই নতুন ধরনের সন্ধান অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দেশে করোনার অমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার খবর মিলেছে এবং তাতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড়। আজ স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি নিশ্চিত করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সেটি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের যে দুই নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাঁদের কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা সুস্থ আছেন।

তাঁদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে। মাঝেমধ্যেই পরীক্ষা করে দেখা হচ্ছে তাঁদের শরীরে এখন অমিক্রনের লোডটা কেমন আছে। হয়তো পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে। পুরোপুরি সুস্থ হলেই আমরা তাঁদের ছাড়তে পারব।’ এ দুজনের আশপাশে যাঁরা ছিলেন, তাঁদেরও করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ‘আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করছি, এবং যাঁরা তাঁদের পাশে ছিলেন বা তাঁদের সংস্পর্শে এসেছেন সবারই পরীক্ষা করা হয়েছে।’ জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী দল। কিন্তু করোনার নতুন ধরন অমিক্রনের কারণে সেটি মাঝপথেই স্থগিত হয়ে যায়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। সেই আনন্দের মধ্যেই দল ১ ডিসেম্বর দেশে ফেরে।

কিন্তু গত ৬ ডিসেম্বর জানা যায়, দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত। আজ এল তাঁদের অমিক্রন ধরনেই আক্রান্ত হওয়ার খবর। তবে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা দুজনের অমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার কথা শুনেছি, তবে আইইডিসিআর আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

বিকেএসপিতে বিসিবির সভাপতি নাজমুল হাসান অবশ্য বলেছেন, ‘যেহেতু তারা ওই অঞ্চল (আফ্রিকা) সফর করে এসেছে, তাই তাদের ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়ে আমি অবাক হইনি। তারা এখন সবাই আইসোলসনে আছে। আক্রান্ত দুজনসহ দলের সব নারী ক্রিকেটার সুস্থ আছে।’
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108