বুস্টার ডোজ নিয়েও করোনা থেকে রক্ষা পেলেন না পরিচারক, প্রযোজক মনা

সালেহ আহমেদ মনা
সালেহ আহমেদ মনা

নাট্য পরিচালক, প্রযোজক সালেহ আহমেদ মনা। মিডিয়াতে একজন সদা হাসিখুশী পরিচিত মুখ। বন্ধু বান্ধবের বিপদে আপদে সাধ্যমতো চেষ্টা করেন পাশে থাকতে। করোনার দুইডোজই শুধু নয়, নিয়েছিলেন বুস্টার ডোজও! কিন্তুু তার পরেও রক্ষা পেলেন না করোনার নিষ্ঠুর থাবা থেকে।

বিস্তারিত দেখুন বিজ্ঞাপটিতে টাচ করে।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনটিতে টাচ করে।

বিষয়টি তিনি নিজেই নিশ্চত করেছেন তার ফেসবুক টাইম লাইনে। তার টাইম লাইন আপলোডে তিনি লিখেল তার লাস্ন এর এর ষাট ভাগে করোনা বাসা বেধেছে। বৃদ্ধি পেয়েছে শ্বাসকষ্ট। দ্রুত সুস্থতার জন্য সকলের দোওয়া প্রার্থনা করেছেন সকলের কাছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন।
উপরের ছবিটিতে ক্লিক করুন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108