সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি জমির মাটি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে তোফাজ্জল (২৫) নামের ভেকু ড্রাইভারকে ভ্রাম্যমাণ আদালতে এক লক্ষ টাকা জরিমানা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, ফসলি জমি বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তবে স্পটে গিয়ে কাউকে আমরা পাইনা। সবসময় সটকে পড়েন।

শনিবার দিবাগত মধ্যরাতে ভেকু ড্রাইভার তোফাজ্জল ও মাটি ব্যবসায়ী দুলাল সূত্রধরকে এলাকাবাসী আটকে রেখে খবর দেয়। তবে দুলাল সূত্রধর সটকে পরে। ওই সময় ভেকু ড্রাইভার তোফাজ্জলকে উপজেলায় ধরে নিয়ে আসি। রাত তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেই। তোফাজ্জল শিবালয়ের আটঘর, তেওতা এলাকার হযরত আলীর ছেলে। দুলাল সূত্রধরের নির্দেশে তোফাজ্জল ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে মাটি কাটে বলে জানান তিনি।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108