ইউটিউবার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির মিটিং আজ

মিটিং এর ঘোষণা পত্রটি
মিটিং এর ঘোষণা পত্রটি

জানা গেছে, আজ ১২-০৮-২০২২ইং তারিখ শুক্রবার ঢাকার পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ-ইয়াব এর একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উক্ত সংগঠনে নিবন্ধিত কয়েকজন ইউটিউব চ্যানেল মালিক এবং উক্ত সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ অংশ গ্রহণ করবেন।

নাটক-শর্ট ফিল্ম দেখতে বানাতে উপরের ছবিতে টাচ করুন।
নাটক-শর্ট ফিল্ম দেখতে/বানাতে উপরের ছবিতে টাচ করুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াব এর প্রতিষ্ঠাতা ও বর্তমান কমিটির সভাপতি, নাট্য নির্মাতা জনাব শাহিন আহমেদ। এবং তিনি সংগঠনের বর্তমান কমিটির নবনির্বাচিত কয়েকজন সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন।

ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।
ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।

এছাড়াও অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. সাহাব ভুঁইয়া। মিটিং বিকেল ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে। মিটিংয়ের মাধ্যমে কমিটি বৃদ্ধি ও জেলা ও বিভাগীয় কমিটি ঘোষণাসহ নানা সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান সাধারণ সম্পাদক লায়ন মো. সাহাব ভুঁইয়া।

বাইক ভাড়া নেয়া-দেয়ার বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে টাচ করে।
বাইক ভাড়া নেয়া-দেয়ার বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে টাচ করে।

জানা যায়, ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করলেও করোনার কারনে ২ বছর স্থগিত ছিল সকল কাজ। গত ২৫-০৩-২০২২ইং তারিখ ঢাকার সেগুনবাগিচাস্থ ঐতিহ্যবাহী সেগুন রেস্টুরেন্ট এ ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ-ইয়াব এর একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে উক্ত সংগঠনে নিবন্ধিত সকল ইউটিউব চ্যানেল মালিকগণ অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমেই প্রকৃত যাত্রা হয়েছে। নতুন কমিটিতে ৭ জন দায়িত্ব পেয়েছিলেন। এখন সেই কমিটি বৃদ্ধি পাচ্ছে।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন।
উপরের ছবিটিতে ক্লিক করুন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108