এস আর মাল্টিমিডিয়া’র বর্ষপুর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত; সম্মাননা পেল অর্ধশত

0
125
অনুষ্ঠানের ছবি
অনুষ্ঠানের ছবি

রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড-২০২১ অনুষ্ঠান। এসআর মাল্টিমিডিয়ার ৫ম বর্ষপুর্তি হিসেবে অনুষ্ঠানটি ৩০ সেপ্টেম্বর ২০২২ রোজ শুক্রবার সেগুনবাগিচাস্থ কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য এ্যাওর্য়াড পেলেন সাংবাদিক, সমাজকর্মী, নারী উদ্যোক্তাম, মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পীরা। প্রায় ৫০ জনকে সম্মাননা দেয়া হয়। তন্মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজীম এবং রেহেনা জলি পেয়েছেন আজীবন সম্মাননা।

বিস্তারিত দেখুন বিজ্ঞাপটিতে টাচ করে।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনটিতে টাচ করে।

এছাড়াও,  চলচ্চিত্র অভিনেত্রী রেবেকা, নুররাত, পাপড়ী, সুপ্তী, তানিয়া, কানিজ ফাতেমা, এস রুহুল, হাসানসহ অনেকেই এস আর মাল্টিমিডিয়া স্টার এওয়ার্ড-২০২১ পদক পেয়েছেন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এশিয়ান টিভি এবং অনলাইন পার্টনার এস আর নিউজ বিডি ডটনেট। এছাড়াও সহযোগীতায় ছিল সৃজন বাংলাদেশ সহ আরো কিছু প্রতিষ্ঠান।

নাটক-শর্ট ফিল্ম দেখতে বানাতে উপরের ছবিতে টাচ করুন।
নাটক-শর্ট ফিল্ম দেখতে/বানাতে উপরের ছবিতে টাচ করুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সুজাতা আজীম, জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও একুশে পদকপ্রাপ্ত একজন অভিনেত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, সদস্য শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও উপদেষ্টা বাংলাদেশ ভূঁইয়া ফাউন্ডেশন। আলহাজ্ব এম এ রাজ্জাক খাঁন (রেজা), সদস্য ধর্ম বিষয়ক উপ কমিটি, বাংলাদেশ আওয়ামিলীগ। মো: শাহাদাত হোসেন ভূঁইয়া সেলিম, সাধারণত সম্পাদক- ফেনী সমিতি ঢাকা, সাংগঠনিক সম্পাদক- যুবলীগ ঢাকা মহানগর উওর।

বাইক ভাড়া নেয়া-দেয়ার বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে টাচ করে।
বাইক ভাড়া নেয়া-দেয়ার বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে টাচ করে।

মোঃ জাহিদুল ইসলাম সেলিম, ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়। বোরহান উদ্দিন চৌধুরী জাভেদ, প্রতিষ্ঠাতা সৃজন বাংলাদেশ, উপদেষ্টা এস আর মাল্টিমিডিয়া। মঞ্জরুল আলম টিপু, সাবেক ভিপি চেয়ারম্যান স্বপ্নীল সংগঠন। এবং লায়ন মোঃ হাসেম, সাধারণ সম্পাদক- উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্র বাসাবো ঢাকা। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন মোঃ সাহাব উদ্দিন ভূঁইয়া, সিইও এস আর মাল্টিমিডিয়া। উপস্থাপনায় ছিলেন, মাইনউদ্দীন মানিক, রুবি ও শুভ। আরো উপস্থিত ছিলেন ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ-ইয়াব এর সভাপতি ও এফএম নিউজ ও ডেনাইট নিউজ এর প্রকাশক ও সম্পাদক নাট্য নির্মাতা শাহিন আহমেদ।

ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।
ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।

আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, পেশাজীবী, সাংবাদিক, সঙ্গীত শিল্পী, নৃত্য শিল্পী, মডেল, অভিনেতা, অভিনেত্রী ও বিভিন্ন মিডিয়া ব্যাক্তিত্বসহ দেশের বিভিন্ন পেশার বেশ কয়েকজন। অনুষ্ঠানে গান, নাচ অভিনয়ের পাশাপাশি আলোচনার ব্যবস্থা করা হয়েছিল।

————————–

সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

উপরের ছবিটিতে ক্লিক করুন।
উপরের ছবিটিতে ক্লিক করুন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01324437783