প্রতিবেদকঃ মো. শাহাব উদ্দিন ভুঁইয়া
এস আর শাওন মানেই নতুন কিছু। আবারো নতুন গল্প নিয়ে হাজির হচ্ছেন এস.আর. শাওন এবং পাপড়ি পুতুল খান। তুমি আর আমি নাটকটি সোহাগ এর রচনা, এস আর শাওনের পরিচালনায়। নাটকটি খুব শীঘ্রই আসছে এস আর এস ফিল্মস ইউটিউব চ্যানেলে। নাটকটি তে অভিনয় করেছেন এস আর শাওন, পাপড়ি পুতুল খান, মুহিন, তাসরিন জাহান স্বপ্না, রানা, তমা ও আরো অনেকেই। নাটকটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সোহাগ।

নাটকটি সম্পর্কে পাপড়ি পুতুল খান বলেন, গল্প খুবি ভালো আশা করছি নাটকটি সবার মন কেড়ে নিবে। নাটকটির মধ্য দিয়ে এস আর শাওন ও পাপড়ি পুতুল খানের দ্বিতীয় নাটকে কাজ করা হলো। এস আর শাওন বলেন, নাটকটি খুব ভালো মানের, পাপড়ি পুতুল খানের সাথে কাজ করে খুব ভালোই লেগেছে। সে খুব ভালো মানের অভিনেত্রী। সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হবে।

গত ০৩/০৮/২০২২ তারিখ রোজ শনিবার তুমি আর আমি নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে। খুব শীঘ্রই রিলিজ হবে হবে নাটকটি।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01324437783