মোঃখায়রুল ইসলাম(মুক্তাগাছা প্রতিনিধি):
গতকাল দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কালিবাড়ী আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাজ কল্যাণ সংসদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও জমকালো সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার এ, কে, এম লুৎফর রহমান (আজাদ)।

ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ আহম্মেদ এর উদ্বোধনে উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গসমেগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সম্মানিত সভাপতি মোঃ সাইফুজ্জামান। সমাজ কল্যাণ সংসদের প্রধান সমন্বয়ক আব্দুল আলীম এর সঞ্চালনায় ও সংসদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত সরকার, ইউপি সদস্য মোঃ হেকমত আলী, আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।

মোঃ আকরামুজ্জামান এর সহ সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, সভাপতির স্বাগত বক্তব্য, আনুষ্ঠানিক উদ্বোধন, নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ, প্রতীকী চাবি ও লাঠি হস্তান্তর, লটারী গ্রহণ, ড্র ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইফুজ্জামান বলেন, বহুবিবাহ, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাদকের থাবা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুশিক্ষিত সমাজ বিনির্মানে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এই ধরনের অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনকেও মাদক, বিভিন্ন ধরনের জুয়া,বাল্যবিবাহ ও যৌতুক প্রথা সহ সকল ধরনের সামাজিক অসঙ্গতি নিরসনে জনপ্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি সামাজিক অবদানে ভূতপূর্ব কমিটিকে ছাড়িয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01324437783