ইউটিউবার এসোসিয়েশনের ৪ বছর পূর্তি অনুষ্ঠান; ১০ ফেব্রয়ারি

0
215
ইয়াব এর অনুষ্ঠানের প্রচার পত্র
ইয়াব এর অনুষ্ঠানের প্রচার পত্র

সকল বাংলাদেশী ইউটিউব চ্যানেল মালিকদের সংগঠন ইউটিউবার এসোসিয়েশন ইন বাংলাদেশ ইয়াব এর যাত্রা ২০১৯ সালের এপ্রিলের ৭ তারিখ। এটি প্রতিষ্ঠা করেন নাট্য পরিচালক শাহিন আহমেদ। করোনার জন্য ২০ সালের এপ্রিল ও ২১ সালের এপ্রিলে বর্ষপূতি অনুষ্ঠান পালন করতে পারেনি সংগঠনটি। তখন সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। প্রতিষ্ঠাকালীন থেকে আহবায়ক কমিটি দিয়েই সংগঠনটি চালাতে হয়েছে। আহবায়ক হিসেবে ছিলেন পরিচালক ও প্রযোজক নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ ও অর্থ সম্পাদক ইউটিউবার মো. সোলায়মান মামুন। তবে ২১ সালে প্রতিষ্ঠাতা ও আহবায়ক কমিটির দপ্তর সম্পাদক শাহিন আহমেদ সংগঠনটির হাল ধরেন। বিশেষ উদ্যোগ গ্রহণ করে মুখ থুবড়ে পড়া এই সংগঠনটির কাজ শুরু করেন। নিরলস ভাবে কাজ শুরু করে ঐ বছর রমজানের আগে ৭ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি সাবেক কমিটির আহবায়ক নুর মোহাম্মদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শপথ এর মাধ্যমে দায়িত্বগ্রহণ করে।

বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন
বিজ্ঞাপনটি বিস্তারিত দেখতে এটির উপর টাচ করুন

অনুষ্ঠানের আগে সেগুনবাগিচাস্থ চিটাগাং রেস্টুরেন্টে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় যেখানে, সাংবাদিক ও অভিনেতা (সদস্য) আহমেদ সাব্বির রোমিওর প্রস্তাবে সর্ব সম্মতিক্রমে শাহিন আহমেদকে সভাপতি এবং শাহিন আহমেদের প্রস্তাবে সর্ব সম্মতিক্রমে লায়ন মো. সাহাব উদ্দিন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আরো ৫জনকে বিভিন্ন পদে প্রস্তাব করে মেজরিটির সম্মতিক্রমে কমিটি সাজানো হয়। নতুন কমিটি প্রতিমাসে মিটিংগুলো সুন্দরভাবে পরিচালনা করার ফলে সংগঠনটি ফিরে পায় কর্মচাঞ্চল্য। সেই ধারাবাহিকতায় বর্তমান কমিটি Youtuber Association in Bangladesh-YAB এর ৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৩, রোজ শুক্রবার, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় YAB Big Screen Video Festival 2022 এবং YAB Star Award 2022 এই দুটি অনুষ্ঠানের ঘোষণা দেয়।

বিস্তারিত দেখুন বিজ্ঞাপটিতে টাচ করে।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনটিতে টাচ করে।

জানা গেছে, দেশসেরা জনপ্রিয় ১০জন ইউটিউবারকে দেয়া হবে YAB Star Award 2022 এছাড়াও সাংবাদিক ও টেলিভিশন মিডিয়া, নাটক ও চলচ্চিত্র বিষয়ক ১০টি সংগঠনকে YAB Star Award 2022 সম্মানাস্বরুপ দেয়া হবে। ব্যক্তিপর্যায়ে বিশেষভাবে নির্বাচিত আরো ১০ জনসহ মোট ৩০ জন YAB Star Award 2022 পাবেন।

এছাড়াও অনুষ্ঠানের দিন বিকেল ৩ টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে YAB Big Screen Video Festival 2022 বা ইয়াব বড় পর্দায় ভিডিও পদর্শনী ২০২২।

অংশগ্রহণের বিস্তারিতঃ
আবেদনকরীদের মধ্য থেকে বাছাই করে সর্বোচ্চ ২০ জনের ২০টি ভিডিও প্রদর্শীত হবে।
ভিডিওর দৈর্ঘ্য সবোর্চ্চ ১৫ মিনিট হতে হবে। ভিডিও যত ছোট হবে বাছাই প্রক্রিয়ায় ততটা অগ্রাধিকার পাবে।
ভিডিওতে নির্মাণের সাথে জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম থাকতে হবে।
অশ্লীল ও রাষ্ট্র বিরোধী ভিডিও বাতিল বলে গণ্য হবে।
ভিডিওর মান 1080 বা HD হতে হবে।
তথ্যমূলক ও শিক্ষামূলক ভিডিও অগ্রাধিকার পাবে।
ভিডিও জমা দানের শেষ তারিখ ২৭ জানুয়ারি ২০২৩। জমা দিতে হবে ইয়াব এর পল্টন কার্যালয়: ১০/২ (৫ম তলা) পুরানা পল্টন লাইন, ঢাকায়।
ভিডিও পেনড্রাইভে জমা দিতে হবে। ইমেইল করতে হলে সরাসরি নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে হবে।
ভিডিওর সাথে ভিডিওর পোষ্টার বা থাম্বনেল JPG জমা দিতে হবে।

নাটক-শর্ট ফিল্ম দেখতে বানাতে উপরের ছবিতে টাচ করুন।
নাটক-শর্ট ফিল্ম দেখতে/বানাতে উপরের ছবিতে টাচ করুন।

পুরষ্কারঃ
১ম পুরষ্কার ২৫ হাজার টাকা।
২য় পুরষ্কার ১৫ হাজার টাকা।
৩য় পুরষ্কার ৫ হাজার টাকা।
৪র্থ পুরষ্কার ২ হাজার টাকা।
৫ম পুরষ্কার ১ হাজার টাকা।
৬ষ্ঠ পুরষ্কার ৫ শত টাকা।
অংশগ্রহণকারী বাকিরা পাবে ইয়াব শুভেচ্ছা স্মারক।
অংশগ্রহনের শর্তাবলীঃ
ভিডিও নির্মাণ কারী ও জমা দান কারীর আইডি কার্ড, ঠিকানা, যোগাযোগের নাম্বারসহ যাবতীয় তথ্য জমা দিতে হবে।

ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।
ওয়েবসাইট-এ্যাপ-পেজ বুস্ট-সেটিং করতে পোস্টারে টাচ করুন।

অংশগ্রহনের ফিঃ
ইয়াব সদস্যদের জন্য ফি মাত্র ১০০ টাকা। অন্যদের জন্য ২৬০০টাকা।
ফ্রি দেয়া হবে অনুষ্ঠান উপভোগ করার জন্য আসনসহ টিকেট ও নাস্তা। তবে ফেস্টিভ্যালে নতুন অংশগ্রহণকারীরা (যারা সদস্য নয়) সংঘঠনের সদস্য পদটি অংশগ্রহণের কারণে ফ্রি পাবেন।
তবে প্রদর্শনীর জন্য মনোনীত করার ইখতেয়ার এবং পুরষ্কার সংক্রান্ত যে কোন ঘোষণা পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন বলে জানান বর্তমান কমিটির সভাপতি শাহিন আহমেদ।

এই বিষয়ে শাহিন আহমেদ আরো বলেন, বর্তমান কমিটির উদ্যোগে এটি প্রথম অনুষ্ঠান। সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা একটি বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দিব। তিনি অনুরোধ করে বলেন, যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমাদের সদস্য হতে পারবেন। আর যারা বড় পর্দায় ভিডিও প্রদর্শনীতে অংশ নিতে চান দ্রুত যোগাযোগ করুন 01674213910 ইমু হোয়াটস অ্যাপ অথবা সরাসরি নাম্বারে।

অনুষ্ঠানটির ইভেন্ট লিংকঃ YAB Star Award & Big Screen Video Festival 2022

————————–

আপনার প্রিয় সব তারকাদের সাক্ষাৎকার দেখতে নিচের পোস্টারে টাচ করুন- 

 পোস্টারে ক্লিক করুন
পোস্টারে ক্লিক করুন

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01324437783