মোঃখায়রুল ইসলাম(মুক্তাগাছা প্রতিনিধি ):
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাধীন শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে হিম ট্রাস্ট নামক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে দুঃস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। হিম ট্রাস্টের দক্ষ ভলান্টিয়ার জান্নাতুন নাঈমা জানা’র নেতৃত্বে ভলান্টিয়ারগণ যারা নিতান্তই তীব্র শীতে কষ্ট করছে তাদের খোঁজে বের করে একজন মুক্তিযোদ্ধাসহ অর্ধশত মানুষকে এই তীব্র শীতে খানিকটা উষ্ণতা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং শীত বস্ত্র নিতে আসা মানুষদের যাতায়াত ভাড়াও প্রদান করেছেন।

উক্ত মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন হিম ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিল্লুর রহমান খসরু সহ শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ও মুক্তাগাছা শিল্প ও সাহিত্য পর্ষদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ ইদ্রিস আলী, সহযোগী অধ্যাপক ও সিইডিপি প্রকল্পের এক্সিকিউটিভ মেম্বার শাহ্ মুহাম্মদ মাহফুজুল বারী, সহযোগী অধ্যাপক ও সমাজকর্ম বিভাগের প্রধান আবু ফারুক মোঃ আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সভাপতি জনাব সাইফুজ্জামান দুদু , স্বেচ্ছাসেবক জান্নাতুন নাঈমা আকন্দ জানা, জাহিদুল, রিফাত, শিপন, জাহিদুল ইসলাম জাহিদ, রবিন, আদনানুর রহমান, সৌরভ, সিফাত, সবুজ, সাব্বির প্রমুখ।

এ সময় উপস্থিত সকলেই সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সমাজের দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এহেন মানবিক উদ্যোগে মানবিক ও দাতব্য প্রতিষ্ঠা (হিম) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিল্লুর রহমান খসরু সহ পারিষদবর্গকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রত্যেককে সামর্থ্য অনুযায়ী মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝেই জীবনের সার্থকতা খোঁজার কথা বলেছেন। এই অসহনীয় শীতে অসহায় মানুষ একটু উষ্ণতার ছোঁয়া পেয়ে যেন আবেগ আপ্লুত।
————————–
সামাজিক বাস্তবতার উপর নির্মিত নাটক-শর্ট ফিল্ম দেখতে নিচের ছবিটিতে টাচ করুন করুন-

এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01324437783